গ্রাম পুলিশ বা চৌকিদার ও দফাদার বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়াধী ইউ.পি পরিষদ সমুহের অনুকূলে সাধারণ ন্যাস্ত থাকে। গ্রাম পুলিশ সরকারের একটি অংশ। গ্রাম পুলিশগন ইউনিয়নের পরিষদের এবং ইউ.পি বাসীর প্রাথমিক নিরাপত্তার দায়-দায়িত্ব পালন করে থাকে। গ্রাম পুলিশগণ গ্রামের বা মহল্লার জনসাধারণের জান মালের পাহাড়াদার হিসাবে কাজ করে। যদি কোন কারণে উক্ত বাহিনী আইন শৃংখলা নিয়ন্ত্রণ করতে না পারে সে ক্ষেত্রে তারা পুলিশ বাহিনীকে ইনর্ফম করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস